তুমি তো অবন্তিকা নও -
নাহলে কিসের তোমার অহংকার
কিসের এত সংকোচ থাকতে সাথে আমার ।
আমি একদিন ও চাইনি আমার সাথে তুমি
বৃষ্টিতে ভিজ ,
চেয়েছিলাম বৃষ্টি তে পরশটুকু থাক তোমার।
তুমি তো অবন্তিকা নও , নও উজ্জয়িনী রাজকুমারী
তাহলে তোমার প্রেম হতে বঞ্চিত করলে আমায়
আমার ওপর তোমার কিসের অধিকার ?
নাকি ইচ্ছা তোমার মন গড়া ।
সেই আদিম যুগ নেইকো এখন , নেই উজ্জয়িনী
মানবী কেন এ অভিমান ,হতে মোর ঘরের ঘরণী।
রাজা কোথায় হারিয়ে গেছে , নেইকো এখন রানী
রাজকুমার না হয়ে  ও আমি চাইছি তোমায় সঙ্গিনী ।