ময়না পাখি উড়ে গেছে সোনার খাঁচা ছেড়ে
বুঝিনি পাখি হঠাত করে কেমনে গেল বেড়ে,
ছোটবেলার খেলনা পুতুল ধুলায় আজ ম্লান
কত করে ডাকি রে পাখি খোলে না কি কান ।।


ভেবেছিলাম ভাবনা যত আজ যে সবই ভুল
ভাঙলি হৃদয় ,ভাঙলি খাঁচা, হারালি তুই কুল ,
আকাশ পানে তাকিয়ে থাকি , খুঁজতে তোরে
বেলা গেল ,আজ  দিচ্ছি আমার ভুলের মাশুল ।।


ময়না পাখি তোকে নিয়ে মনে ছিল কত আশা
ছোট্ট নুড়ি কুড়িয়ে মোরা বাঁধব সুখের  বাসা ,
নুড়ি গুলো আজ ও পড়ে পথের বাঁকের মাঝে
দিন ফুরালো সন্ধ্যা হল,আজ ও তুই এলি না যে ।।


সূর্য টা যে যাবে চলে , হয়েছে সময় তার যাবার
জানিনা তারা ফুটবে কিনা ,ফিরবে তারা আবার ,
কবে ? যে ছোট্ট ঘাস ফুল নিয়েছে মাথা লুকিয়ে
সূর্য আসলে আসবে হয়ত , উঠবে মাথা উঁচিয়ে ।।


হয়ত আবার ফিরবে সবাই সূর্য ওঠা  একদিনে
পৃথিবী তোমার কি  লীলা আজ ও আমি বুঝিনে ,
ফিরবে না আমার ময়না পাখি , ফিরবে না সে আর
কি লাভ হা হুতাশ করে,সে গেছে যার কথা যাবার ।।