মেয়েটা ভালোবেসেছিলো এক তরুণ কে
নাট্যকার কিংবা শিল্পী কিংবা লেখক
শিল্প নিয়েই বেঁচে থাকতে চায় সে।


ছেলের নেই টাকার গরম অর্থের অনর্থক বড়াই
ছোট অফিসে চাকরি করা মেয়ের বাবা
ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না তাই।


দুজন কে খুব সুন্দর মানিয়েছিল বটে
জল রঙা কোন জীবন্ত ছবি প্রিয় শিল্পীর
তার মন কে দিতে আনন্দাশ্রু এঁকেছিল পটে।


বাবার বুকে মুখ গুঁজে কেঁদেছিলো বোবা কান্না
দুজনের ভালোবাসা কত গভীর বোঝো বাবা
চোখ রাঙানোর দিন শেষ , বাবা আর না।


বোঝেনি বাবা বোঝেনা সমাজ , আপনজন
অন্য কোথাও বিয়ে হলো ঠিক মেয়ের
বুঝতে চায়নি কেউ একবার খুকির পুতুল মন।


বিয়ের দিনে খোকা খুকু দুজন গালে দিল বিষ
সানাইয়ের শব্দ গোঙানির থেকে বেশি বড় ,
নীরবে দুজন বিদায় নিল ছিড়ে প্রিয় শিষ।

সব ঘটে শুয়ে দুজনে দেখছে দুটি নিষ্পাপ মুখ
ভালোবাসা দিয়ে বাঁধতে চেয়ে পৃথিবী কে
নিষ্ফল তারা , সারাতে মানুষের টাকার অসুখ।