ভালোবাসার জ্বলন্ত দ্বীপ টা হঠাৎ নিভু নিভু
জীবন্ত একটা ভালোবাসা আজ মৃতপ্রায়
একজন অপরজন কে ছাপিয়ে উচ্চতার শিখরে
বসে ছিল শুধু ভালোবাসার মৃত্যুর অপেক্ষায়।


একটি মাত্র নম্বর এ পরিচয় দুজনের
ধীরে ধীরে ভালোবাসা সাত বছর পার
ছেলেটির নম্বর হঠাৎ বন্ধ হলো একদিন
ব্যাস ভালোবাসা মারতে আর কি বা দরকার।


অপেক্ষায় অপেক্ষায় দিন কাটে ছেলেটির
মেয়েটি খুঁজে পেয়েছে বড়ো লোকের ছেলেকে
এতো শুধু শিল্প বুঝে মেয়েটি চায় অনেক টাকা
১০০ পৌঁছাবে সে কি লাভ শূন্য ভালোবেসে ?


অতঃপর সব শেষ ছেলেটি আজ একা একা কাঁদে
মেয়েটি জানেনা সে চলেছে কোথায় ? কিসের কারণে
ছেলেটি দিয়েছে সব জলাঞ্জলি কিন্তু আজ ও একা সে
আসলে ভালোবাসা হয় তো সমানে সমানে।


শিল্পী হওয়া হয়নি ছেলের হয়নি সে বড় কবি
এ পৃথিবীতে কে যে কার কে আপন কে পর
দিন রাত তার মনে পড়ে সেই মেয়েটির ছবি
নিভৃতে নির্জনে ঘিরেছে তাকে একরাশ হাহাকার।


যদি সব শেষ ই হবে একদিন পৃথিবীর নিয়মে
তাহলে কি দরকার ছিল এই সব শুরু করবার
৬ বছরের এই ভালোবাসা কিবা মিথ্যা কিবা সত্য
কি লাভ একের সুখে অন্যের দগ্ধে মরবার  ?