তোর জন্য রামধনু খুঁজতে গিয়ে
কুড়িয়েছি  বারুদের গন্ধ
তোর জন্য হয়তো কিছু পাইনি
আবার তোর জন্য ও
কিন্তু পথের দুধারে সার দিয়ে বসা
বুভুক্ষু মানুষ গুলোর জন্য
সন্ধান করেছি বারুদের স্তুপ।


অপেক্ষা শুধু একটি দেশলাই কাঠির
সেটাও পেয়ে যাবো আশা রাখি
তারপর একদিন সারা বিশ্বে
আগুন লাগিয়ে দেব আমি নিজে
মহাকাল রুদ্রের নৃত্য তান্ডবে
ভেঙে চুরে যাবে এই সমাজ
তা আমি নিশ্চিত ভাবে জানি।


আবার সব নতুন ভাবে হবে শুরু
মানুষ জঙ্গলের জীবন পেরিয়ে
সভ্য হতে হতে পেরিয়ে যাবে
অনেক বছর
ততদিন এই পৃথিবীতে থাকবে না
ধনী গরিবের ভেদাভেদ , ক্ষুধায়
কাতর হয়ে মরবে না প্রাণ।


তোমার জন্য কিছুই করতে পারলাম না
আমার তুমি ক্ষমা করো
কিন্তু এর পরের বার দুজনে সমান
সমান অধিকার নিয়ে আসবো
আসবো আবার এই পৃথিবী তে
তখন তুমি রামধনু চাইবে না আর
জঙ্গলের জীবন হয়তো হবে খুব সুন্দর।