কৈশোরে কোন সকালে অমিত তুমি এসেছিলে
এই হাস্যময়ী লাস্যময়ী লাবণ্যের বুকে ,
যৌবনে ভেসেছিলে তুমি সুখের সাগরে
আমার কুমারি সত্তা নিংড়ে খেয়েছো সুখে ।।


আমার নব যৌবনের ফুল বাগানে
তুমি তো সেই দুরন্ত দুস্টু ভ্রমর  ,
তোমায় সপেছিলাম এই দেহ মন প্রান
ভেবেছি তোমায় নিয়ে অস্ট প্রহর ।।


ফুলের সব মধু আজ শুকিয়ে গেছে
গাছের গায়ে লেগেছে দারুন ক্ষত ,
যৌবনের দুস্টু ভ্রমর আজ নতুন ফুলে
কষ্টের ব্যাথারা আজ  পাথরে পরিণত ।।


অমিত তুই হারালি কোন পাথারে
বৃদ্ধা লাবন্য তোকে ছাড়াএকাকী অপূর্ণ ,
গোলাপ বিহীন বাগিচা টা টা রোদে
১৪ বা ১৫ নয় পুরোটাই তার শুন্য ।।


জ্বলন্ত দ্বীপ খানি আজ নিভতে বসা
বুঝি এখুনি আঁধার আসবে ঘনিয়ে ,
তোর নাম লেখা বুকে জমেছে শ্যাওলা
তাহলে কিলাভ ১৪ য় তোকে মন দিয়ে ।।