স্কুলের ফেলে আসা দিনগুলিতে
সেই কোন সুদূর অতীতে
সবচেয়ে বখাটে এক ছেলের ভাগ্যে
জুটে যায় কিছু বন্ধু বান্ধব
জীবনের রঙ্গমঞ্চে দেখা দেয় আলোকচ্ছটা
কালো আঁধার পেরিয়ে আসে রামধনু।


আসতে আসতে সব কিছু পরিবর্তন হয়
জীবন ও তার রং বদলায়
স্কুল  থেকে কলেজ গ্রাম থেকে শহর
একটা ঘরে অনেকে মিলেমিশে থাকা
জীবনের সবচেয়ে সুখের দিন গুলি
কেউ চলে কম টাকায় কার সম্বল আধুলি।


সব কিছু  শেষের মতো এই দিন শেষ হয়
কাজের সন্ধানে মানুষ এদিক ওদিক চলে
কেউ কাজ পায়না সেই ঘরে বসে রয়
দিন রাত শুধু পুরানো স্মৃতি কথা বলে
কারো বা চায়ের কাপ কার ও ছেড়া রুমাল
দেখে আর মন কাঁদে তার হায়রে পোড়া কপাল।  


বইয়ের পাতায় উল্টে পাল্টে তাদের হাতের লেখা
মন বসে ভাবতে শুধু কবে পাবে তাদের দেখা
যারা তাকে ঘুম ভাঙাতো কাক ডাকা ভোরে
ভাত বেড়ে খেতে দিতো নিজেরা রান্না করে
মন টা পড়ে মায়ার বাঁধনে নিয়ে একরাশ স্মৃতি
যেতেই হবে বুঝতে চায়না  সে এখানে শুধুই অতিথি।