--: বন্ধুর চিঠি :--
            
অভিন্ন হৃদয়াষু ,
                    বিপ্লব,
কেমন আছিস তোরা ?
প্রশ্নটা হাস্যকর সহজ সকলেরই তার উত্তর জানা ,
বিপ্লব তোর ওখানে জীবনে প্রাণ আছে ?
হৃদয়ের টান আছে ?
প্রাণখোলা হাসি আছে ?
আচ্ছা বিপদে বন্ধু আছে ?
সহানুভূতিশীল হাত আছে?
পাড়ার মোড়ে আড্ডা আছে ?
বিনোদনের আসরে লোক আছে ?
বাসে ট্রামে ট্রেনে ভিড় আছে ?
চলনে-বচনে স্বাধীনতা আছে ?
মিলনে উন্মাদনা উচ্ছাস আছে ?
আচ্ছা শোন না-
তোর ওখানে বেঁচে থাকার পথ আছে!
আমার এখানে পথ আছে --
পথে বেঁচে থাকার খোরাক আছে ,
জীবন-মৃত্যুর লুকোচুরি আছে ,
ভয়ের মাঝেও ভয়-ভয় আছে ,
ছন্দ হীন তার মধ্যেও যেন ছন্দ আছে-
কোন কিছুই ঠিক নেইরে ,
তবু যেন সবকিছুই ঠিক আছে!
হায়রে--
এই মহামারী সবই নিল,
যদি আমারে ও চায় নিতে,
নিরুপায় ,হবে ধরা দিতে-
তবুও যদি কোনদিন ফিরে আসে কবুতর অম্বরে নির্ভয়ে মেলেডানা -
যদি প্রাণ ভরে নিতে পারো প্রশ্বাস ,
যদি স্বাধীনতা ফিরে আসে জীবনে ,
যদি চেনা মানুষগুলো অচেনা বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসে ,
থমকে যাওয়া সভ্যতার চাকা যদি আবার চলতে শুরু করে স্বাভাবিক ছন্দে ,
তখন বিজয়ের উল্লাসে একবার মনে করো -
আমিও ছিলাম তোমার চলার সাথী -
তুমি বিজয়ী -
আমি স্মৃতি !
                ইতি -
                    তোর বন্ধু আশা,
০৭.০৬.২০২০