আমি চাইনি স্বাধীনতা,
চাইনি মুক্তি---
চাইনি স্নেহহীন নিউক্লিয়াস জীবন-
জানি সে যে এক জীবন্ত মরণ!
মরণের আগে এ এক অপূর্ব ধূসর মরণ,
মরণের দেশে---
সেথা নেই কিছু আপন।
এ মরণে সবই আছে,
আপনজন, গুরুজন, সুধীজন, পরজন-
তবু যেন মরুভূমি, শূন্যতা,নিস্তব্ধতা,হাহাকার,
এএক অপূর্ব অমাবস্যার উজ্জ্বলতা।
চাও কি এ নির্মম মরণ?
যদি চাও,
না চাইতেই যদি পাও--
তবে বোলেযাও ,দাও শীঘ্রকরে ওগো দয়াময়---
মরনের ওপারে যে চিরন্তন মরন।।