যে চোখছিল চির চঞ্চল-
সে চোখ কেন  গূমরে কাঁদে ---
ভরা কোটালের নিস্তব্ধ বান ডাকে -
নবীন মনের মাঝারে--
তোমরা কি বলতে পারো?
পারবেনা না!
কিশলয়ে শুকিয়ে যাওয়া মুখমণ্ডল,
কোন এক পথহারা পথিক-
কোন এক নীড় হারা পাখি,
কোন এক অজানা অপরাধের-
আসামির প্রতিচ্ছবি।।
শুচিস্মিতা---
তবু ও কেন যেন হাঁসে না--
মজার ছলে ভিংচিটাও কাটে না!
নুপূরের ছন্দময়তা---
বুঝিয়ে দিতো তার উপস্থিতি বার্তা-
কান পেতে থাকি---পাই না ।
ব্যাথ পাই....
ছন্দ ভোলা ছন্দ কি আর ফিরবে না ?
কিশলয়ের পাখি কি আর গাইবে না গান।।