তুমিতো আমার পরম আপন বন্ধু--
আমাদের বানানো ওই যে মাপকাঠি গুলো,
স্বদেশী, জাত,বর্ণ সবেতে গ্রহনীয় ।
তবু কেন আজ ঐক‍্যতার মাঝে বিচ্ছিন্নতা,
মিলনক্ষেত্রের মাঝে এক ঘরে----
তোমার এই একা হওয়ার ষন্ত্রকাতর চোখে ,
নিরবে খুজেছি এই বৈশ‍্যমতা মানে--পাইনি।
এটা কি লঘু পাপে গুরুদন্ড?
নিজগৃহে পরবাসি---হায়রে---
ক্ষমার ক্ষমতা অসিম ।
মানি না ।।
তুমি অচ্ছুত ।
জানি ,না।।
তুমি নির্মম,অসহীষূ,অভদ্র,অসামাজিক ।
হয়তোবা--
জানি, না।।
তুমি আত্মকেন্দ্রিক,একরোখা,বদমেজাজি।
জানি,না।।
তুমি সর্ম্পক ধ্বংসের হোতা।
জানি,না।।
তুমি তাহলে চরিত্রহীন ।
মানি না।।
মানলাম বন্ধু--তুমি সমুহ অগুনের গুনী।
অভ‍্যাসগত প্রতিবর্তক্রিয়া ।
সৎসঙ্গে স্বর্গবাস,অসৎসঙ্গে নরকবাস।।
পরিবর্তন সেতো সময়ের খেলা।
হারানো ক্ষন পাবো কি?
তাহলে কেন ঘৃনাতুর চোখে অবহেলা,
একি অপমান না অভীমান।।
ভাবি আনমনে।
জানি পাবো না।।