অর্থযন্ত্রণা বড়ো অশ্লীল;
দুর্ভিক্ষের কুকুর কুসিদ খেয়ে মেদ বাড়ায়
পচে গলে মরে তরতরে তাজা প্রাণ।
কতশত কণ্ঠস্বর লেলিহান শিখায় দেয় ডুব
উজান স্বপ্নের খেয়ারা মাঝনদীতে হারিয়ে যায়
দিগন্তরেখা শূল কাটে সাফল্যের পথ যাত্রায়।
তবু ভাবের আবহে চিন্তনেরা দোলে
সুপ্ত ধ্বনিরা শব্দঝংকার তোলে
মরুভূমির দেহে চারা বুনে
আবারো প্রচেষ্টা আবারো আবারো....
ভুলে যদি নেমে আসে ভোর
বালিবনানির দেশে।