সহস্র বছর পূর্বে অন্ধকার গুহায় বসে
স্বপ্ন দেখেছিল হয়তো কোনো এক বৃদ্ধ প্রাচীন
স্বাধীন হবার স্বপ্ন।
হিংস্র পশু, বিধ্বংসী দাবানল থেকে
পরিবারকে বাঁচানোর স্বপ্ন,
সমাজ বাঁচানোর স্বপ্ন;
কিন্তু হয়নি পূরণ সে স্বপ্ন।
ভেঙেই চলেছে সে স্বপ্ন
কখনো ব্রাহ্মণ রাজনৈতিক বিধ্বেষী,
কখনো মুঘল, কখনো ইংরেজ, কখনো শাষক,
কখনো তুমি, কখনো আমি।
শতক সহস্র বছর পরেও
আজ নিজ দেশেই সংরক্ষিত।
রঙিন পতাকার নীচে তাঁদের স্বপ্ন আজ নগ্ন
মাদল ধামসাতেই ইচ্ছেগুলো সীমাবদ্ধ।
বাবুরা তাঁদের কথা লেখে ঠান্ডা ঘরে বসে
লক্ষ টাকার বাণিজ্য করে।
কিন্তু প্রাচীনেরা দুমুঠো অন্নের জন্য
রক্ত পর্যন্ত বিক্রি করে।
স্বাধীনতা পেয়েছে ৪৯/২১৪ বিধিমালায়
৯০টি দেশবাসী ৩৭০ বিলিয়ন জনসংখ্যা
মেনে চলেছে দিনটি মহাসমারোহে।
তবু আজও বৃদ্ধ প্রাচীন
হিংস্র পশু, বিধ্বংসী দাবানলে দগ্ধ।