ভাঙা কুঁড়ের পাশে মাটির সোদা গন্ধে
লেগেছে তোমার স্পর্শ, অনুভূতি।
বুকে আষ্টেপৃষ্ঠে আমৃত্যু পাবার বেদনায়
চিন চিন করে ওঠে মাঝে মাঝে
চিত্তের আড়ালে ধরা এতই সহজ
প্রজ্ঞা-মননে তুমি,
তবে কি?
বৃথায় খুঁজেছি তারে বিজন মনে।