নিরন্তর কবিতা রয়
সর্বদা প্রকাশ পায় না।
সর্বদা বেদনা রয়
চিরকাল রয় না।
শব্দ যত হইবে ব্যথার বাক্য তত সইবে তো?
বাক্য ততই হইবে বক্র
পাঠকেরা বুঝবে তো!
আজ লিখিব সরল কেতাব।
ফুটো কুটিরের তলায় অশ্রু মুছিয়া
লিখিয়া চলে শব্দহলিক
প্রকাশকেরা আজকাল এসব খোঁজে তো!
নাকি দুখু মাঁঝির বেদনার গল্প
ফলাইবে এ হেন আরো এক হৃদয়াকাশে।
অকাল ঘনিয়েছে
বুক চিরিয়া রক্ত চোষে পিশাচিনী।
রুদ্রর পোষা কুকুর শৃগাল লালায়িত
চাটিছে উষ্ণ রক্ত।
তবুও ছুটি মোরা রুদ্র সামীপ্য।