১ম পর্ব :
তোমারো ঘরে আমারো অভ্যন্তরে
বিরাজিত সুপ্ত অভিমান।
তোমারো পৃথিবী অন্য
আমার মাটি সয় অপমান।
কাঙখিত কাস্তেরা ভোলে অন্নভূমি
আস্তাকুড়ে চলে রাজভোগ।
ভেবেছিলাম অঙ্কুরিত হবে, পুষ্পেই মৃত স্বর্ণ।
জীবন্ত ঘরে বেঁধেছিল স্বপ্ন
আজ হাড়ের গুণতি হয়, বেদনা সই দিনমজুর।
শির্ষে কংক্রিটের বাসা
আমারো লক্ষ্মীর দ্বারে মানবের শেষ আশ্রয়।


২য় পর্ব :
ভাঙা গড়ার ইতিবৃত্তে
নিজেকে ভেঙেই চলেছি।
দূর হতে শুনি আজও মৃত্যুর ডাক
যারা যাই, শুধুই যাই, ফিরতে কি পারে?
আজ বুঝি যারা লেখে, যারা লেখায় ইতিহাস
তারাই কি শেষ সত্য?
আজ ছাদ নেই যার, কে বলেছে কথা তার
বরাদ্ধতা এক ছলনা, ওঁদের ভাত কবে জুগিয়েছে
লাঙলের আড়ালের অশ্রু
তুমি বুঝবে না।