জীবন মধ্যাহ্নে অতীব দুরুহ সময়
তীর ভাঙা তটিনীর বুক চেরা কান্না
কখনবা কূল ভাঙা পুকুরের নির্দয় স্তব্ধতা
মনের ডাকে ব্যাপ্ত পরিসর
মনে ভাঙে; তবু নীরব।
দূর হতে আসেনি দাবানল
মানবে দেয় মানবেরে ছোবল
বনের পশুরে বলি বৃথাই হিংস্র।
কাছের মনেরা দূরে খেয়া বায়
প্রান্তরহীন পথে দুটি মুখ বোরখা নামায়
মাঝে মনে বড়ো অহং-এর আপত্তি।
আপনেরাই বড়ই আপন ভাবে চালাই পিঠে অস্ত্র
বড়ো স্নেহের সঙ্গে।
তবু অদম্য সাহস বুকে বাড়াই বাহু।
ভুলগুলি ভুল করে ভুল পথে এসেছে
বৃথাই ভুল করে ভুল মানুষের জন্য কেঁদেছে।
জীবন ব্যাকুল ভুল শোধরাতে,
আজ হয়তো বা বুঝি
তাই চলি আপন পথে।