অপেক্ষায় তোমার হব জীর্ণ-শীর্ণ,
শত বছর পুরোনো,
চাতক বিহঙ্গের মত হব পান্থ
ক্লান্ত তবু হব না।
তোমার কলেবরের স্নিগ্ধ গন্ধ
কভুও আমি ভুলব না।
রসিকেরা বলে ক্ষনিকের প্রণয় বড়ই চমৎকার,মধুর
দীর্ঘায়িত হলে নাকি অভিসপ্ত
হোক অভিসপ্ত,তবুও চাই।
বক্ষে তোমার উচ্চ
পিন্ড মাংস দুটি
আকর্ষিত কভুও হয়নি,
তোমার গালের টোল দুটি ওই
তাতেও মুগ্ধ হয়নি।
কৃষ্ণাঙ্গ আমায় করেছে মুগ্ধ
লোচনের উপর বাঁকা শ্যামল ভ্রু
প্রেমে পড়ার কারণ আসল।
বোঁকা নয়নে চাউনি তোমার
নিজেকে দেখি তাতে সহস্রবার,
এমন প্রণয়ী খুঁজি সাত জনম
বঁধুরুপে চায় সাতবার।
পাগল হলে তোমার সোহার্দ্যে
পাগল রুপেই যাব সমক্ষে
একটু আদর দিও।
তোমার আদরেরই দাস আমি
হব তাতেই প্রেমিক আমি পূর্ণ।