জীবন তুলিতে লেখা যদি যেত
ওই রাস্তার ধারে পড়ে থাকা
অজস্র স্বপ্নগুলোকে বাজিয়ে তুলতেম।
মাটির সত্যতা এতো কঠোর
ধন নামক বস্তুর এতই অহং
যৌবনের অহং রক্তবিন্দু নুইয়ে পড়ে।
সুখ-ভালোবাসা সবই ক্ষনিকের পিশাচিনীর মতোই
দূর হতেই দেখা দেয়
পেতে চায় সেই পিশাচযোনি অনন্তকাল
গাড়ির জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখা
তোমার মিথ্যা সহানুভূতি পাওয়া লালচে বালক গুলির জন্য।
হতাশায় দৈনতায় গ্লানি মন
পড়ে রই, ধুঁকতে থাকে নিয়ত।
কাঁদতে চায় আচল আঁকড়ে
অনেক মূল্যহীন কান্না জমা বদ্ধ বুকে।
লালচে বালকের মাঝে পড়ে রয়েছি চিরকাল।