জঙ্গলেই জন্ম জঙ্গলেই হই বড়ো
জঙ্গলেই হবেক্ষণ মৃত্যু।
জীবন বড়ই ঝুঁকিপূর্ণ
বেঁচে থাকা নুড়ি-কাঁকড় মাটির মতই শক্ত।
আমরা নিজেদের কহি লোধা
লোকে কহে বহুধা
ছিলাম ক্রিমিটিব
হয়েছি প্রিমিটিভ
ছিলাম আছি বহু খ্যাত।
শামুখ খাই, কন্দ খাই, পখাল খাই
আরো খাই কত্ত
বাবুরা তোমরা চিনবে না অত্ত।
বেচিখন সাপের চামড়া, শিকড়-বাকড়, ঘাসের দড়ি
আরো বেঁচি খড়ি গো খড়ি।
রেসন কাটটা আছে ভাবছি উটা ঢুকাই দিব চুলাই
এত্ত কাগজপত্তর বাক্সে না কুলাই।
কি হবেখন রাখে?
ভোটার টা দিছি ঢুঁকায়
ওই দেখ জ্বলছে চুলাটাই।