অন্তরে অন্তর জন্মালে অবগুণ্ঠনেরও অন্তরালে সুপ্ত অভিমান বেড়ে হয় অমিত অন্তর।
চলে যায় দুটি প্রান ভিন্ন পথে।
ছিল অজস্র অঙ্গীকার
ছিল ভালোবাসা
ভাসে জাহ্নবীর বুকে।
অশ্রু জমে বুকে শেল বাঁধে।
তুমিহীন আমিরা স্তব্ধ নিরন্তর।
ছুটে চলে অজানার দেশে।