জাত-পাত-ধর্ম-বর্ণ এসব কিছুই নয়
সব ভোটব্যাংকের বিষয়।


কচুপাতায় জল লাগার নেই ভয়
আমাদের পঁচা ইলিশেই সই।


পঁচা বস্তায় টিকে থাকা অকৃতজ্ঞ আলু
বেঁছে বের করাই নিঁখুত সম্পাদকের পরিচয়।


পশুর দুঃখ বৃথা হেনকালে
নরম মাংস পেলেই হল।


ফেবুবাবু নিন্দিত নিরন্তর
তবু সেও নিয়েছে আশ্রয়।


আসল বিভেদ ছোট-বড়ো-মাঝারী ভগবানে
বেঁধেছে সবেতেই রণক্ষেত্র।