দিবালয়ে শ্বেত বস্ত্রধারী আত্মাগুলি
আঁধারে যেন রক্তপিপাসুর মতো কিলবিল করছে।
অনবরত চেঁটে চলেছে পতাকার স্বচ্ছতা।
পঁচা গলা দেহগুলো অর্থের বালিশে নিয়ত বিরাজমান
নীচুতলার পশুগুলি উলঙ্গ ছিল আরো হবে।
সময়ের বাঁকে শুভাকাঙ্ক্ষীরা উচ্চকণ্ঠিত হোক
কিংবা না হোক পদতলে হেনস্তা হওয়া কালের নিয়ম।
রক্তপিপাসু কোন একদিন নিজেরাই নিজ রক্তের
কাল হয়ে উঠবে।