চেতনায়, ভাবনায়, প্রকাশে তুমি
গর্বে, অহংকারে, ভালোবাসায় তুমি
অন্তরে বাঁধিয়াছ ঘর
ওগো মোর সাঁওতালি ভাষা।
ছুটে চলি নবীনের টানে
ক্ষুধার জ্বালায়, প্রয়োজনে অপ্রয়োজনে
ভারত মায়ের অপর রুপ
তোমাকেও মা বলি।
তবু সাঁওতালি ভাষা মোর আবেগের সাগর
শিকড়ের টানে সাঁওতালি বুলি বলি।
আবেগের তাড়নায় ছন্দহীন, রসহীন
নুড়ি বেঁধে বান্ধি আপনার কংক্রিট ফসল,
প্রাণের ভাষা সাঁওতালি ভাষায় লিখে চলি।