ওই আসছে রাজা
দামামা বাজে,বাজে শঙ্খ-উলুধ্বনি
চারিদিকে কলোরোল।
স্টেজ নামক সিংহাসনে ওঠে
শোনায় আশ্বাস,জাগায় বিদ্রোহের অনল।
প্রজারা ভীত, কম্পিত,স্তব্ধ।
তারই মাঝে ছোট্ট একটা দুষ্টু আত্মা বলে ওঠে
চায় না বিদ্রোহ,
বুঝিনা রাজচক্র,
চায় দুমুঠো অন্ন।
সকলে বলে ওঠে স্তব্ধ হও;
রাজার বিরুদ্ধে বলা মহাপাপ।
নিশিথের অন্ধকারে পুড়িল
দুষ্টু আত্মার দেহপিঞ্জর।
পেয়াদার বারুদের গুলিতে ছিন্নবিচ্ছিন্ন
অধর পড়ে থাকল ডাস্টবিনের পাশে।
নভোমন্ডল রক্তে লাল,
সমাজ কালো নিষ্প্রভতায় কলুষিত।
রক্তে রাঙা শ্বেত পোশাকি রাজা চলিল
রাজপথে ;
চারিদিকে ধ্বনিত হচ্ছে
প্রজার জয়ধ্বনি জয় রাজার জয়।