ট্রেনের অশান্ত ধ্বনি
নিবিড় ঘন অন্ধকারে বেমানান চেয়ে থাকা
ঘন্টার পর ঘন্টা
অনুভূতিরা বুক চিঁরে বেরিয়ে আসে।
ঘন ঘন ফেরিদের শব্দ কানে ভাসে
তবুও বিলীন হয়ে যায় ক্ষণিকে।
ওই দূর হতে হঠাৎ বুঝি কেউ ডাকছে
এই বুঝি সেই বিদিশা।
বর্ণেরা জাল বুনে চলে
শুনতে পায় বিপ্লব শব্দধ্বনি
তবু বিপ্লবেরা দাঁড়ায় না
ওরা কারোর জন্য দাঁড়ায় না
ভূতকাল থেকে ভবিদেশে পাড়ি দেয় স্বপ্ন বাঁধে।
কখনো রাজনীতি, কখনো সম্মানের
কখনো আবেগের, কখনো ভালোবাসার।
ওরা হেরে যায় ক্ষণিকের দাম্ভিকের দ্বারে
ছল-চতুরেরা অহং-গর্বে দাপিয়ে চলে।
তবু চলে যাত্রা
দেখা হবে অন্তিম পর্বে।
ঘুম ঘুম চোখে আরো ভেসে চলে
তবু দূরে, বহু দূরে।