তাকে বলা হয়নি
উন্মুক্ত শুভ্র ঝাঁক সোনালী আকাশ চিরে
প্রভাতের নতুন স্বপ্নে চির নতুন হয়ে
ফিরে আসে।
কর্দমাক্ত জেলেরা বাড়ি ফেরে,
দূর পথ দিয়ে ছুটে চলে পড়ুয়ারা।
চলা এখনো হয়নি থামা
গন্তব্য যে বিস্তর দূর
শুধু তাকে বলা হয়নি।
পেরিয়ে যায় সহস্র দিন, সহস্র বার,
পরিবার ভেঙে যায়, ভেঙে যায় কারবার।
তাকে বলা হয়নি।
ফেরা কি হবে
হবে কোনোদিন
তাকে বলা হয়নি।
মৃত্যুমিছিল হয়েছে শুরু,
মরেছে আমার আমিত্ব
তাকে বলা হয়নি।