(প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় একটি কবিতার রিমেক করার চেষ্টা করলাম । কবির নিকট বিনম্র ক্ষমা চেয়ে নিলাম)


কেউ কথা রাখেনি, চল্লিশ বছর কাটলো
কেউ কথা রাখেনি ।
ফেইসবুকে এক রূপবতী ইনবক্সে হঠাৎ বলেছিল
আমার ভালোবাসাটুকু আজীবন রয়ে যাবে।
তারপর ফেসবুক লাইট, ফেসবুক ম্যাসেঞ্জারে কত রূপসী এসে চলে গেল,
কিন্তু সেই রূপবতী আর এলো না,
কুড়ি বছর প্রতীক্ষায় আছি ।


ক্যাম্পাসের সুন্দরী জয়িতা বলেছিল,
অপেক্ষা করো তরুণ
তোমাকে নিয়ে রবীন্দ্রকাননে ঘুরতে যাবো
সেখানে পাতাবাহার গাছের আড়ালে ছেলেমেয়েরা
গল্প করে !


প্রিয় জয়িতা, আমি আর কত অপেক্ষা করবো? আমার দু'একটা চুলে পাক ধরেছে
চলৎশক্তি ফুরিয়ে গেলে তারপর আমায়
রবীন্দ্রকাননে  ঘুরতে নিয়ে যাবে?


একটাও ভালোবাসার গোলাপ পাইনি কখনো
কৃত্রিম গোলাপের ষ্টিক দেখিয়ে দেখিয়ে দেয়া নেয়া করেছে যুগলরা
অভাগার মতন চাতক নয়নে দাঁড়িয়ে দেখেছি
বাঁধ ভাঙ্গা প্রেমলীলা
অবিরল রঙের ধারার মধ্যে উজ্জ্বল ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !

বন্ধু আমার কাঁধ ছুঁয়ে বলেছিল,
দেখিস, একদিন আমরাও...
বন্ধু এখন বিবাহিত, আমার দেখা হয়নি কিছুই
সেই লাল গোলাপ, সেই রবীন্দ্রকানন, সেই প্রেমলীলা
আমায় কেউ ফিরিয়ে দেবে না !


কানের পাশে লিপষ্টিকে রাঙানো ঠোঁট রেখে মিতালি বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন তোমার দু`গালে লিপষ্টিকের ছাপ এঁকে দেবো !
ভালোবাসার জন্য আমি দিবা-নিশি স্বপ্ন দেখেছি
দুরন্ত উচ্ছাসে ঢেলেছি ভালোবাসার বারুদ
হৃদয়ের অলি-গলি তন্ন তন্ন করে খুঁজে সাজিয়েছি ১০৮ পদ্য ।
তবু কথা রাখেনি মিতালি, এখন তার ঠোঁটে শুধু পানের পিকের গাঢ় লাল রঙ
এখন সে যে মস্ত বড়ো গৃহিণী !
কেউ কথা রাখোনি, চল্লিশ বছর কাটলো,
কেউ কথা রাখেনা !
__________________________________//