অদ্ভুত শূন্যতাবোধে আক্রান্ত সময়,
আমি দাঁড়িয়ে সেই ক্রান্তিকালে ।
চাওয়া-পাওয়ার অতীত নির্বিকার,
পথ চলা নিজের অজান্তেই ফুরিয়ে গেছে,
হাতের মুঠোয় ধু ধু হাহাকার ।
প্রতিদিন দেখি যুদ্ধের নতুন মুখ
কবিতার সূতিকাগারও দখলের জমি ।
সুদূর ইতিহাসের অশুচি স্পর্শে
ভুগোল যেন অশান্ত অভিঘাত ।
মশারি আর কুইনাইন পেয়ে —
বেঁচে আছে সভ্যতা ।