যাচ্ছে কোথায় সমাজটা আজ!
হচ্ছে কীসব রোজ!
রাতপোহালেই যায় না পাওয়া
ফুলপাখিদের খোঁজ।

ঘনমেঘে নীলাম্বর আজ
ভীষণরকম কালো
নেই তো কোথাও মিষ্টিরোদের
একটুখানি আলো!


সবুজবনে ভূত-দানবে
খাচ্ছে গিলে সব
শ্রেষ্ঠ্জাতি মানুষগুলোর
নেই যে তবু রব।


দানব! দানব! বলেই যদি
আমরা থাকি ভয়ে,
এই সমাজে ভূত-দানবে
যাবেই তবে রয়ে।


জাগতে পারি আমরা যদি
বীরসেনাদের মতো,
রুখে দেবো এই সমাজের
দানব আছে যতো।