একদিন ফিনিক্স পাখি হবো নিশ্চিত- যখন চিতার ছাঁই
শেষ চুমু দিয়ে বসুন্ধরাকে ’বার অসীম আকাশে নিবে ঠাঁই
যখন তোমার চোখে আর হবে না নিঃষ্প্রাণ চোখাচোখি
আমাদের দুজনার ভূবন তখন হবে না কী বিপরীতমুখী!
যখন তোমার দাপিতমনে বাসা পোক্ত হবে অন্যের
যখন আমি আর আমি নেই তোমার কোন প্রয়োজনের-


তখন দূরে বসে শূন্যে নতুন উদ্যমে জেগে উঠবো
নতুন স্বপ্নে নতুন আয়োজনে; আমি কী অব্যর্থ হবো?
ব্যর্থতার সুযোগ কী থাকে আর? জীবন আজ শেষ গন্তব্যপথে
শুরুতেই এর হলো শেষ- চড়ে নয় কি সেদিন ভুল মানুষের রথে?


সেইদিন- ছাঁই থেকে তুলে নিয়ে জোড়া লাগাতে চাই চীরা-স্বপ্নকে
তবে ভুলগুলো চিনে নিয়ে পারবো কী- সংশয়- ভুল পথ রুখে?
এই বিরহ-জ্বালা সেদিনও কী থাকবে আমায় কিছু আর!
তখন কী পাবো না ফিরে সেই জীবন- জীবন্ত সমাহার?


২২ নভেম্বর ’১৯, ইস্কাটন, ঢাকা, রাত