নীরবে নিভৃতে ঘাসে সারারাত যেভাবে জমা হয় শিশির
সেভাবে মনে তিল তিল করে জমেছে ভালোবাসা ও ক্ষোভ!


তোমার অযত্নে যারা আজ হয়েছে মহীরুহ শক্তির আঁধার
তাদের চেতনা-মন্দিরে এখন তোমাকে ভাঙ্গনের অভিসার।


যদি না থামাতে পারো শীঘ্রই এ অনুর্বর হৃদয়ের ব্যাঘ্রতা-
এর দায় কিন্তু কোন প্রেমিককে দিও না কখনো ভুলে হে!


হৃদয়ের প্রেম যদি অভ্যুত্থান করে বসে অতর্কিতভাবে আজ
যুদ্ধাস্ত্র ‘প্রেম’ ছাড়া কি দিয়ে দমাবে তারে তুমি মাঝ পথে?


ইস্কাটন, ঢাকা, রাত, ৩ নভেম্বর’১৮