লক্ষ্মীপেঁচার মায়াবী ঘুমঘোট ডাক কতদিন আহা! শুনি নাকো
কতদিন আহা! ইন্দ্রকে সতেজ করে নাকো তাহার চুলের ঘ্রাণ!
যেন নিমেষ-পলকেই ঋতু আসে যায়- অনাবিল সময়ের সাঁকো
মাড়িয়ে শুধু ফিরে যেতে পারি না এই আমি। মুগ্ধ-ভোতা-মন
পড়ে থাকে কেবল ওই ‍দূরন্ত-স্বপ্ন-আঁকা কৈশরের অবশ-ছায়ায়;
পৃথিবী ভুলে যাক এসব পুরানো- আমি তার কিছুই ভুলি নাই।


পালতুলে নৌকা ছুটে ওই দেখ, হৃদয়ের সমুদ্রের জলে- চমৎকার
পুরীর রূপের কথন কে না জানে! শুধু চিনলোনা হৃদয় সমাহার,
ভালোবাসাও ফিকে হয় এ‘দিন সন্ধ্যা-আঁধারের মত অদ্ভুত-দারুণ;
কিন্তু মনের চেতনায় যে আসে একবার তার কি ক্ষয় হয় আর!
হলদে পাখির ডাক যদি ভুলে যায়- যাক সবুজ-বনানী-প্রান্তর
আমার হৃদয়ের প্রেম তবু জেনো, প্রতিদিন দাপিত-প্রভাকর।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৭ জানুয়ারি ২০২০