শ্বেত শিশিরের দারুণ রুপালি শীতে
সোনালী বসন্তের মৃদু পরশ যেন
আজ একবার ছুঁয়ে দিল মনকে হটাৎ;
অবাক বিস্মৃত আমি- এ কী, দারুণ দারুণ!


মিশ্র প্রতিক্রিয়া চলে
সহসা সরস ক্ষণ;
তবু শঙ্কা তবু ভয় এও যদি হয় ক্ষয়
তখন কী হবে- হায়! আমার সাধানার ‘ধন’।


বহু বহু বিনিদ্র রজনীতে
যখন রাত্রিরা ডানা মেলে সীমাহীন আকাশে আকাশে
আমি কী তখনও খুঁজি নি তারে নিয়ত
নিঃশ্বাসে নিঃশ্বাসে?


চাঁদ গত হয়েছে কত-
সমুদ্রের সফেন জল
কূলে কী ভিড়ে নি বহুদিন
বহু বহু শতাব্দির কথা বলে?


আমার হৃদয়ের বারতা তবু তার কাছে যায় নি কো জানি,
মরু-পাথরের মত মাটি আঁকড়ে শুধু পড়ে কী ছিল সে?
প্রভঞ্জন তাকে কী বলে নি- সে আমার ‘হৃদয়ের রানি’?
নিছক মনে মনে ক্ষয়ে গেছে মন প্রমত্ত পদ্মা-পাড়ের মতন।


হায়! রুপালি শীতে সোনালী বসন্তের আগমণী গান
না হয় যেন অন্তত শেষ রাতের আবেগী স্বপন।
শুধু একবার তার কাছে বলে যেতে চাই-
ভালোবেসে আমি আজ স্রেফ পথের প্রেম-কানাই।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ৩ সেপ্টেম্বর ’২০