সূর্য ডোবে চাঁদ ওঠে
আঁধার যায় আলো ফোটে,
গ্রীষ্ম গেলে শীত আসে
শিশির যেয়ে বাদলে ভাসে।


তরণীর পালে আসে নয়া প্রভঞ্জন
ধরণীর পালায় হেরি কত নূতন-
তবু অবুঝ হৃদয় বেদনার দেনা
কেন শুধিতে করে আরও ঋণ?


কেন দিনদিন ধূসর মায়ায়
পড়ে থেকে হই ’লীন?
সেই ‘কিম্ভুত’ কী আজও তবু
আমারই মত পথ চেয়ে বসে ক্ষীণ!


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৬ সেপ্টম্বর ’২০