পথভোলা পথে ফিরে গিয়ে হটাৎ একদিন
তোমায় আবিস্কার হলো আবার
যার প্রার্থনায় মগ্ন মন
বহুবহু বছর পর পেল আশ্বাস বাঁচার।


তোমাকে ডাকলাম ভুলে যাওয়া নামে ওই
তুমি কী শুনলে?
পেলাম না সাড়া কোনো সঁই।
তবে কী তন্দ্রাচ্ছন্ন আছ ভাবলাম, স্বপ্নতে হাত রেখে আমার গলে!!


তবু কোন সাড়া নেই
তাড়া নেই
নেই সেই চঞ্চল আঁখির তৃপ্ত কোলাহল!
কেবল চেয়েছিল আঁখিতে আমার এক অবনত সম্বল।  


তুমি কী পাথর হয়ে গেছ? প্রশ্ন আমার
নেই কোনো উত্তর।


তোমাকে তবু হাত বাড়িয়ে ধরতে গেলাম
তুমি যেন উড়াল দিলে বাষ্প হয়ে
কান্নাটাকে তোমার ছোঁবো বলে মেঘ তাড়ালাম
তবু দেখি পড়ছ না হায় একটু ফোঁটা বৃষ্টি হয়ে!!


হাজার বছরের অমোঘ প্রার্থনা পাওয়ার
অনাদরেই কী তাহলে ভ্রষ্ট হবে?
গহীনে লুকানো প্রকম্পিত যত যন্ত্রণা আমার
তুমি কী বুঝবে না তবে??


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২০ অক্টোবর ’২০