যে বুকে সুখ খূঁজে কেটে গেল এই সময়
সে ভূমের অমর্যাদা কিভাবে কেন হয়!
যে মনে মন মিলে হলো সংসার আলো
সে দেহে কেন দিস রঙ লেপে কালো?
নারী হলো মাতা, বধু, মেয়ে, প্রিয়তমা
তার সান্নিধ্য ভিন্ন ধরা দীঘল ত্রিযামা।
বাসো ভাল তারে তুমি, যতো কর কদর
তার থেকে পাবে আরো বেশি বেশি আদর।


ইস্কাটন, ঢাকা, রাত, ৯ জানুয়ারি ’১৮


(ধর্ষণ ও যৌন নির্যাতন শীঘ্রই বন্ধ হোক)