তুমিও ফিরে গেলে অবশষে
তুমিও লুকালে মুখ আড়ালে
যে মুখে চেয়ে মরিবার সাধ
জেগে ছিল একদিন প্রানতলে
আমার- যখন নিশিথে পেঁচার
মৃদু গান ভরে তুলেতো সময়
যখন আম্র মুকুলের ঘ্রাণে
বেগবান হতো আমাদের প্রেম;
অন্ধকার রাত্রিতে তোমার বদন তবু
ভালোবাসার সাক্ষি ছিল জানতেম।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯/০৩/১৯