ভালোবাসাও একদিন ঝরে পড়ে শিশিরের মত
অথবা শিশিরই ভালোবাসা রূপে আসে কাছে
তারপর প্রয়োজন শেষ হলে ঝরে পড়ে হঠাৎ
কিংবা শূন্যের জিনিস শূন্যে চলে যায় উবে।


আমাদের প্রেমগুলো চড়ুইভাতির মত- নিছক
আয়োজনের রঙে রঙিন, তারপর তারা ডানা
মেলে উড়ে চলে দূর হতে দূরে- অস্ত সীমায়
যেখানে বিরহের আপন বসত-ভিটে একান্তের।


ইস্কাটন, ঢাকা, রাত, ২১ ডিসেম্বর’১৮