ভালোবাসা অধিক ঝিঁঝি পোকা অনেক শ্রেয়
অন্তত ধরা যায় দেখা যায় তাদের
বরং তুমি ভালোবেসে শেষ হবে
তবু তার মূল্য নেই এই সমাজে ওই মনে, হায়!


হৃদয় কেন অবুঝ হলো- যাতনা-
তাকে কে দিবে শান্তনা!


ফাঁসির মঞ্চে বলে যাই তাই-
হে, তোমাকে ছাড়া আমি বাঁচি না, বাঁচি না, বাঁচি না।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ নভেম্বর’১৮