কি এক্কান যে টান আছে মোর তোমার জন্য
কাউরে বুঝাইয়া কিনারা করিতে পারি নাই
কাবুলিওয়ালা্রা আমারে কয় ঘর ছাড়তে
যেই ভাবি ছাড়িয়া যাইব বহুদূরে
এমনি কি যে এক্কান হয় হৃদয়ে
কেবল মোচড় মারে ভিতরে ভিতরে
তোমারে পাইবার মন চায় ইনিয়ে বিনিয়ে
আমি কইতে পারি নারে কইতে পারিনা কাউরে।


কাবুলিওয়ালারা  কাবুলিওয়ালা বাড়ানোর এক্কান মেশিন বানাইয়াছে
তাই দেশে এহন হাজার হাজার কাবুলিওয়ালা পয়দা হইছে
তারাই আমারে এহন ভাগাইতে চায়
আমার মিনিরে বিয়া করতো চায়
বিশ্বাস করো আমার মন ভাঙ্গ্যা গেছে
কিন্তু তোমার কাছে একবার গেলেই আমি আটকিয়ে যাই
মায়ার জালে । তোমার ধুদুকটা আমারে ডুবাই যত গভীরে
আমি টের পাই তোমার শীতল হাত পা আমারে ক্যমনে প্যাচাইয়া ধরে
আমি  ভাগতে পারিনারে
আমি অতিদূরে যাইতে পারিনা
আমার মন চায় তোমার শরীরের লগে লটকাইয়া থাকি
এ মন কেবল তোমারে পাইবার মন চায়।


আমি যামুনা তোমারে ছাইড়া
দরকার পইরলে হাতাহাতি হবি
হবিনে এক্কান লড়াই
আগের মতো আর পালামু না তোমারে ছাইড়া।


[স্বাধীন দেশে যখন পরাধীনতার গ্লানি নিয়ে বাচতে হয়]