আমিই জানি-
তোমাকে ছাড়া কাটছে কেমন
এক জীবন
আমিই জানি-
শূন্যতাকে নিয়ে  চলছে যেমন
এই ভুবন।।


আমিই জানি-
মুক্তির কাগজ গোল টেবিলে
গলাবাজির রঙ তামাশায়
আমিই জানি-
সুখটা কেমন বন্দী হয়ে
পাহাড় জুড়ে হাতরে বেড়ায়।


আমিই জানি-
মুখোশের ভিতর ভিন্ন  মানুষ
লুকিয়ে আছে আজীবন
আমিই জানি-
দেশ লোপাটের উন্নয়নে
সরল মানুষ আছে কেমন।


আমিই জানি-
সবাই জানে এই দেশ
রইলো না আর সোনার বাংলাদেশ
স্বাধীনতার এতো বছর পরেও
দুখের হইলো না শেষ।


ইহা একান্তই নিজস্ব স্বীকারোক্তি।।