সে আমি জানি-
নিজেকে যা ভাবেনই
আপনিও কারও-না-কারোর পাপোশ ছাড়া কিছুই নয়  
জীবন যেমন ঈশ্বরের পাপোশ
ঈশ্বর নেই – তার পরেও খুঁজে পেয়েছি  ঈশ্বরের দেয়া অসহায় পাপোশ জীবন।

কেউ কারও পাপোশ না হলে আপোষ করা নিতান্তই কঠিন।


আমি জানি-
ঘরের কোণে মনে হতেই পারে নিজেকে রাজা-রাণী
কিন্তু রাজা-রাণীও একে অপরের পাপোশ মাত্র।


আপনিও জানেন-
৫ লাখ টাকায় (বর্তমান দর ১০-২০লাখ) নতুবা পাপোশ হয়ে যে রাজ সিংহাসন আপনি অধিষ্ঠিত
আপনার সেই চলাফেরা গজগজানি দেখলেই বোঝা যায়
আপনার জীবন পাপোশ জীবন ছাড়া কিছুই নয়।


প্রেম নিবেদন করে নিজেকে ভাবছেন বেশ বিশ্বাসযোগ্য এক প্রেমিক
আপনি আসলে আপনাআপনিই পাপোশ জীবনের ভিক্ষা করছেন।


আমি সবক্ষেত্রেই দেখেছি- পাপোশ জীবনের জয়জয়কার
এখন নিজেই ঠিক করেন
নিজের অর্গানিক পাপোশ নিজেই বানাবেন
নাকি পাপোশ হয়েই জীবন কাটাবেন।


বাজারে হরেক রকমের রকমারির পাপোশ আছে
অর্ডার দিন কিংবা এসে নিয়ে যান এক্কান
বানানো পাপোশ।


এক্কান কবিতা লিখে ভাবছেন আপনি কবি
আপনি আসলে ঈশ্বরের এক্কান পাপোশ মাত্র।


তিনারা ভাবছেন নিজেদের  কোননা কোন দেশের প্রধানমন্ত্রী
এখন বুঝি তিনারা আসলে আমেরিকার প্রেসিডেন্টের পাপোশ মাত্র।


তিনারা নিজেদের ভাবছেন দেশের মন্ত্রী
খুউব ভাব নিয়া ঘুরেন
সাজেন দেশপ্রেমিক
শুধু তিনারাই জানেন
প্রধানমন্ত্রীর পাপোশ ছাড়া তিনারা কিছুই নয়।


তিনারা ভাবছেন তিনারা কোন কমিটির বড় মেম্বার
দেখা গেল চেয়ারম্যান তিনাদের পাপোশ বানিয়ে রেখেছেন।


কামলা কাটিয়ে আমারে আপনার এক্কান
যোগ্য পাপোশ বানাইছেন
কিন্তু আপনিও যে এক্কান পাপোশ
মাঝে মাঝে হিসেব করবেন।


স্বীকার করেন বা না করেন
অন্তত হিসেব করেন
দেখবেন আপনি কারো না কারোর পাপোশ মাত্র।