'তোমাদের দেশ ভর্তি ম্যানিয়া রোগী’
--------------------------
‘অন্যায়কারী এবং অন্যায়ের শিকার হওয়া মানুষ পরস্পরের বন্ধু হতে পারে না’-সক্রেটিস


হাতে পেয়ালা
ভ্রুকুটি অবাক চোখে এক মুহূর্ত তাকিয়ে, হেসে উঠল।
দেখেই বুঝলাম আমার  মধ্যরাতের সক্রেটিস
এই মাঝরাতে জ্ঞ্যান দানওয়ালা
অভয় দিয়ে বললেন, ‘ভয় নেই বিষের নয় মদের’
‘হয়ে যাবে দু’জনের’!


আমি চুপ থেকে শুধু মুচকি হাসি
বলে কি! - ‘তোমাদের দেশ ভর্তি ম্যানিয়া রোগী’
‘মানসিক রোগী’


সদয়ে বলি এই রোগের লক্ষণ কি কি-


‘কাওকে উদ্দেশ্য করে বলছি না’
‘কিন্তু তোমাদের দেশে ভোট চুরি হয়’
‘এবং ভোটচুরির জয়ে অতিমাত্রায় আনন্দভাব এ রোগের মূল বিষয়’
‘এরা মানুষের ভীরে বেশী হতাৎ সচল হয়ে যায়’
‘বিরোধী দলের কথা শুনলেই সঞ্চলতা বৃদ্ধি পায়’।


‘এরা অভ্যাসের চেয়ে বেশী কথা বলে’
‘একটি বিষয়েই অধিকতর কথা বলে’
‘আলাপের বিষয়বস্তু পরিবর্তন করে শুধু মার্কার কথা বলে’
‘অতি সাজ-গোজের বিশেষ ড্রেস আপের প্রবণতা পরিলক্ষিত হয়’
‘অতিরিক্ত উত্তেজিত অবস্থায় এরা বুঝেশুনে মারধোর ও ভাংচুরে লিপ্ত হয়’
'অমাবস্যা এলে এদের  বিষণ্ণতা হয় আর পূর্ণিমা এলে ম্যানিয়া'
'দু'টোই একসাথে হলে বলে বাইপোলার মুড ডিসঅর্ডার'।


আর-
‘হ্যাঁ লক্ষ্মণ আরো আছে’-


‘এদের কম ঘুম হওয়ার জন্য কোন ক্লান্তি থাকে না’
‘সারাক্ষণ তর্কে লিপ্ত থাকতে চায়’
‘প্ল্যান প্রোগ্রাম ছাড়া বড় বড় আশ্বাস দেয়’
‘অত্যধিক ব্যয় ও সরকারী দান করার প্রবণতা এই রোগ চলাকালীন একটি বড় উপসর্গ’
‘ঘন ঘন মত বদলানো ছারাও অতিরিক্ত যৌন ইচ্ছা প্রকাশ পায়’
‘ক্ষমতায় থাকলে রোগী অতিরিক্ত এনার্জি পায়’
‘ক্ষমতায় না থাকলে বিষণ্ণতায় আক্রান্ত হয়’
‘ফলে, নতুন নতুন টাকা কামানোর প্ল্যান-প্রোগ্রাম হাতে নেয়’
‘আবার কোন কাজই সঠিক ভাবে শেষ করে না’
‘পরে বাজেট ঘাটটি মিটিয়ে কাজ শেষ করার প্রবণতা দেখা যায়’
‘নির্লজ্জ ও বেহায়াপনা এদের স্বভাব’
‘এরা দলে বেঁধে থাকতে পছন্দ করে’।


বুঝেছি। আরো আছে
এবার এর চিকিৎসার ধরন কি একটু বলেন-


‘এদের গণধোলায় দিয়ে বা জুতার মালা দিয়ে সুস্থ করা নতুবা’
‘অবাধ সুস্থ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনলে’
বিদেশে পালিয়ে গিয়ে এরা সুস্থ থাকতে পারে’।


এই বলে সক্রেটিস পেয়ালার শেষ ঢুক মেরে আসি বলে চলে গেল
যেতে যেতে বলে গেল-
“বিশ্বাস না হলে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা, বাংলাদেশ’
‘প্রকাশিত ‘মানসিক রোগের চিকিৎসায় ফ্যামিলি গাইড বই’ বইটি পড়ে দেখ’