এ এক জাদুর নগরী ।
জাঁকজমক পূর্ণ এ পুরিতে
সংখ্যায় অংকের মান দিয়ে সব নির্ধারণ হয় ।
এখানে ঘুমের দাম অনেক বেশি ,
কাড়ি কাড়ি দাম দিয়ে ও- চোখের পাতায়
ঘুমের চাদরে সারা শরীর ঢাকা যায় না ।
হাসিগুলো এখানে ঝংকারের সাথে থাকে ,
রঙ্গিন মুখোশ পরে হাজির হয়
সময়ে অসময়ে ,
ললাট আর ভ্রু গুলোকে পাত্তাই দেয় না ।
শান্তি নামক মরীচিকার খোঁজ হয় মাইকে
প্রতিদিন প্রতিক্ষণ-এখানে ওখানে ।
বটগাছ আর খেলার মাঠ গুলো হাহাকার করে মরে ,
কেউ এসে সবুজ ঘাসে বসে না ,
এখানে বলার কথা সবাই বলে
মনের কথা আর কেউ বলে না ।