একটুকু রোদ একটুকু মেঘ
লুকোচুরি খেলা
নীল আকাশে ভাসছে যেন
শাদা মেঘের ভেলা।
কাশের বনে দোলায় চামর
ঊদাস মাতাল হাওয়া
ফুলে ফুলে মৌটুসীদের
গুন গুনিয়ে গাওয়া।
ভোরের আলোয় মিষ্টি হাওয়া
জুঁই-শেফালির ঘ্রাণ
বকুল তলার মাঠ জুড়ে রয়
ফুল কুড়ানোর গান।
শিশির ভেজা শিউলি দলে
আবীর রাঙা ভোর
বনে বনে পাখির গানে
ধরণী মূখর।