নির্ঘুম রাত জেগে থাকি
সঙ্গী শুধু তোমার দেওয়া কিছু অবুঝ স্মৃতি


ঘুট্‌ঘুটে অন্ধকারের মাঝে
সঙ্গী হয় নিঃসঙ্গতা


নিশ্চুপ নিঃসঙ্গতায় খুঁজে পাই উওর
যা ছিল শুধু আমার কল্পনায় ।


কিছু স্মৃতি আর কিছু কল্পনা
এই ঘুট্‌ঘুটে অন্ধকার করে তোলে কাল্পনিক  ক্যানভাস ।


আর সেই কাল্পনিক ক্যানভাসে রং ছড়াচ্ছে কিছু রাতের জোনাকি
আর সাহস যোগাচ্ছে অন্ধকারের মাঝেও রঙ্গিন ভাবে বাঁচার ।


তুমি হীন সাঁতার কাটি কল্পনার সাগরে
ঘন কুয়াশা যেন মায়া হয়ে পড়ছে আমার শরীরে ।


এই শীতের রাতে তোমার স্মৃতি উষ্ণতা যোগাচ্ছে আমায়
আর সেই উষ্ণতা দিয়ে আমার কল্পনার চোখ তাকিয়ে আছে
ঐ মায়াবী চাঁদের দিকে ।


ভালোবাসা সফলতা খুঁজে পায়নি ঠিকই
কিন্ত তোমার দেওয়া কিছু স্মৃতি আজও আমায় মায়াবী রাত উপহার দেয় ।