একটা ডায়েরী আর একটা কলম নিয়ে হারিয়ে যাবো বহু দূরে
কিছু অচেনা রাস্তা আর কিছু কল্পনার শহরে
কোন অতীত নয় লিখতে চাই আমার সমসাময়িক নিয়ে ‌।


ছুটি নিতে চাই সম্পর্ক,সংসার আর ভবিষ্যত্ থেকে
একাকিত্বের স্বাদ নিতে চাই -
যেতে চাই প্রকৃতির কাছে
আর প্রকৃতি থেকে পরিপূর্ণ করবো আমার কল্পনার কবিতার ডায়েরী ।


সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের বিশালতা লিখতে চাই
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লিখতে চাই দৃষ্টির সীমানা ।


সমুদ্রের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়ে খুজবো কিছু কাল্পনিক চরিত্র
হয়তো বা আমার জীবনে ভাটার প্রভাব টাই ছিল বেশি।


প্রেম ভালোবাসা বিরহে যোগ করবো নতুন উপমা
নতুন ভাবে সমাদৃত হবে পরিচিত সম্পর্ক গুলো
সাগর নদীর ভয়ংকর মিলনে প্রেম যে কতোটা অসহায়
সেটাই উঠে আসবে আমার কল্পনার কবিতায় ।


এই বাস্তবতার শহরে নিজেকে হারিয়ে খুঁজছি
তিলে তিলে হারিয়ে যাচ্ছি কল্পনা থেকে কল্পনায়
তাই মিশে যেতে চাই সেই প্রকৃতিতে আর ফিরে পেতে চাই কল্পনার কবিতার ছন্দ গুলোকে ।


যানি একদিন বাধ্য ছেলের মত ঠিকই ফিরবো ঘরে
কিন্তু অবাধ্য থাকতেই পরিপূর্ণ হবে আমার ডায়েরী অজস্র কাল্পনিক কবিতায়।