হয়তো দেখা হবে কোন এক আয়োজনে
তুমি থাকবে সুসজ্জিত স্নিগ্ধতায় পরিপূর্ণ শীতের সকালের ফুটন্ত গোলাপ
আমি জীবন যুদ্ধে যুদ্ধবিদ্ধস্ত সৈনিক ।


আমাকে আবিষ্কার করবে তুমি
প্রায় ভুলতে যাওয়া অনেক আগের কোন প্রিয় কবিতায় ।


তোমার সাথে কাটানো খানিকটা সময়ে ঠিক বুঝে নিবে তুমি
তোমার দেওয়া স্মৃতি কিভাবে আপন করে রেখেছি আপন মহিমায় ।


সকল প্রতিকূলতা ভেঙ্গে আমার কাছে এসে বলবে তুমি
এসব ছেলেমানুষী আর কতদিন ?


আমি নির্বাক...!


জানি আমার এ দুচোখ তোমার ওই  দুচোখে তাকাতে পারবে না
যা আগে পারেনি কখনো
উত্তর তুমি পাবেনা সহসায়
বুঝে নিতে হবে আমার শারীরিক ভঙ্গিমায় !


আয়োজনে হারিয়ে যাব আমি
বুঝে নিতে প্রয়োজন হবেনা উদাহরণ
তোমার কাছে যা ছেলেমানুষী
আমার কাছে তা আবেগ যা একান্ত আপন !