হয়তোবা তুমিই সঠিক ছিলে
আর আমি ছিলাম আবেগের অথৈই সাগরে
তোমার চোখে ছিল বাস্তবতা দৃশমান
আর আমার বাস্তবতায় ছিলে শুধুই তুমি ।।


বুঝতে পেরেছিলে ঠিক বুঝতে পেরেছিলে
আমার চোকে তাকিয়ে ঠিক বুঝতে  পেরেছিলে
দিনে দিনে আমি থেকে যে হচ্ছি আমি অদৃশ্য ।।


সমাজ থেকে নিতে চেয়েছিলাম বিচ্যুতি
হারিয়ে যেতে চেয়েছিলাম তোমাকে নিয়ে নির্বাক শহরে
আর সাজাতে চেয়েছিলাম আমাদের ক্ষুদ্র কুটির ।।


ভয় হয়নি নির্বাসনের
হতে চেয়েছিলাম স্বার্থপর ,রক্তের সাথে করতে চেয়েছিলাম বেইমানি
তার পরেও সাজাতে চেয়েছিলাম আমাদের ক্ষুদ্র কুটির ।।


পরিণতি ভাবিনি কখনো
শুধু ভেবেছি তোমাকে নিয়ে কেটে দিতে চাই আমার বাকিটা জীবন
কোন এক নির্বাক শহরে.....।।


আজ এতটা সময় পেরিয়ে মনে হয়...
হয়তবা তুমিই সঠিক ছিলে
আর আমি ছিলাম আবেগের অথৈই সাগরে !!